স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জালিয়াতির মাধ্যমে ননজুডিসিয়াল স্টাম্প বিক্রি করার অপরাধে ৩ ভে-ারের লাইসেন্স বাতিল করেছেন জেলা প্রশাসক। তারা হলেন- হবিগঞ্জ শহরতলীর দুর্লভপুর গ্রামের আব্দুল হাশিমের পুত্র সফিকুল হোসেন (লাইসেন্স নং ৩৮/১৯৯০), মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের সৈয়দ ফখরুদ্দিনের পুত্র সৈয়দ রাশিদুল হাসান (লাইসেন্স নং ২৯/২০১৩) সহ আরও একজন।
জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেলায় জাল স্টাম্প ও কোর্ট ফি বিক্রি করে আসছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সফিকুল হোসেনের পুত্র নুরুল ইসলাম জাল কোর্ট ফি ও স্টাম্পসহ ডিবির হাতে গ্রেফতার হন। তার কাছ থেকে বিপুল পরিমাণ স্টাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়। যার মামলা নং-জিআর ১৯/২০২২। তিনি দীর্ঘদিন ধরে কারাভোগ করে জামিনে বেরিয়ে এলে প্রশাসনের নজরে আসেন। এরই প্রেক্ষিতে গত ১ নভেম্বর ২০২৩ তৎকালীন জেলা প্রশাসক দেবী চন্দ্র তাদের লাইসেন্স বাতিল করেন। কিন্তু তারা ছলছাতুরির মাধ্যমে বিষয়টি গোপন রাখেন। গত কয়েকদিন ধরে তা চাওর হলে আদালত পাড়ায় গুঞ্জন শুরু হয়। তবে একজন বর্তমানে জেলা জজ আদালত প্রাঙ্গণে এখনও স্টাম্প বিক্রি করছেন। অন্যজন মাধবপুর চারাভাঙ্গা এসআর অফিসে বিক্রি করেন। আদেশে আরও উল্লেখ করা হয়- নন জুডিসিয়াল স্টাম্প জালিয়াতি করে বিক্রির অভিযোগে ১৮৯৯ এর ৭৪ সালের প্রদত্ত লাইসেন্স এর শর্ত ভঙ্গ করায় বাতিল করা হয়।