স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলির বিরুদ্ধে অবৈধভাবে সরকারি জায়গায় পুকুর তৈরী, রেলওয়ের জায়গায় বিনা অনুমতিতে রাস্তা ও ড্রেন নির্মাণসহ সড়ক বিভাগের জায়গায় টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধভাবে সরকারি পুকুর দখলসহ রাস্তা ও ড্রেন নির্মাণ করায় পৌরসভার বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার রেললাইন সংলগ্ন জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই অবৈধভাবে পুকুর তৈরী করেন পৌরসভার মেয়র। পরবর্তীতে ওই পুকুরে মেয়র মাছ চাষ করে আসছেন। এছাড়া কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই শায়েস্তাগঞ্জ কলেজ সংলগ্ন রেলওয়ের জায়গায় রাস্তা ও ড্রেন নির্মাণ করেছেন মেয়র অলি। শুধু তাই নয়, সড়ক বিভাগের জায়গায়ও অনুমতি না নিয়ে টয়লেট নির্মাণ করেছেন তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, রেলওয়ের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করা হলে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে আমার কিছু করার নেই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com