বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আমবাগান ক্লাব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। গত সোমবার বিকেল ৩ টায় আমবাগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মীর মহিউদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, সামাজসেবক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মীর মহিউদ্দিন বলেন- আমবাগান ক্লাব বানিয়াচংয়ের একটি ঐতিহ্যবাহী খেলাধুলার সংগঠন। খেলাধুলা ছাড়াও ক্লাবের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সমাজে অসহায় মানুষ শীতে কষ্ট করবে আর আমরা নিরব হয়ে চেয়ে দেখব, তা হয় না। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমবাগান ক্লাব শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে। শুধু কম্বল বিতরণ নয়, একটি সুন্দর ও আলোকিত সমাজ গড়তে আমবাগান ক্লাব নিয়মিত কর্মসূচি পালন করবে। ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল মোনায়েম কেনু ও মোঃ শাহজাহান মিয়া, সর্দার মঈনুল আহমদ চৌধুরী, ডাঃ শফিকুর রহমান ঠাকুর, সর্দার মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মামুন আহমদ চৌধুরী, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া খান, ইউপি সদস্য সুমন আখঞ্জি, সাংবাদিক সোহেল আখন্জী। উপস্থিত ছিলেন প্রভাষক জাহির আলম শিপন, হাফেজ দেলোয়ার খান, হেলাল খান, হামিদ চৌধুরী, এনামুল খান, লিমন খান, সৈয়দ আনহার নবী ছানা, নোমান আখন্জী, উবায়দুর রহমান, রাশেদ খান, ইমন খান, ছোটন খান, সায়েম খান, শাহ তামজিদ শাওন, সাকিব খান, আতিক খান প্রমূখ। পরে অতিথিবৃন্দ শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দেন।