আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বেলা ২টায় উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের চাঁনপাড়া ও ঘাগড়াকোনা গ্রামের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন।
এলাকাবাসী সূত্রে জানা যায়- চাঁনপাড়া গ্রামের লোকজনের ধানের জমি থেকে কচি ধানের চারা ও বিল থেকে মাছ চুরির অভিযোগ রয়েছে ঘাগড়াকোনা গ্রামের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে প্রায় সময়ই উভয় গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার পুনরায় এ ধরনের অভিযোগ করায় ঘাগড়াকোনা গ্রামের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁনপাড়া গ্রামের লোকজনের উপর হামলা চালায়। পরবর্তীতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাছাড়া গুরুতর আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাঁনপাড়া গ্রামের আমীর আলী জানান- তুচ্ছ বিষয় নিয়ে আমার ছোট ভাই ইসলাম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় ঘাগড়াকোনা গ্রামের লোকজন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁনপাড়া গ্রামের আব্দুল হালিম জানান- ঘাগড়াকোনা গ্রামের লোকজন প্রায় সময়ই আমাদের এলাকার লোকজনের বিল ও ধানের জমি থেকে চুরি করে। কিছু বল্লেই আমাদের লোকদের উপর হামলা চালায়। উভয় পক্ষকে থামাতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি। আমাদের পক্ষেরই অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন- চাঁনপাড়া ও ঘাগড়াকোনা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com