বিহঙ্গ সংগীত নিকেতনের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর মিলনায়তনে বিহঙ্গ’র প্রতিষ্ঠাতা প্রশিক্ষক কাজল চন্দ্র গোপের পরিচালনায় অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত প্রশিক্ষক স্বদেশ দাশকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানের সাবেক প্রশিক্ষণার্থী সৈয়দ আশিকুর রহমান আশিক, কন্ঠশিল্পী তন্বী দেব, বাংলার গায়েন চ্যাম্পিয়ন বাঁধন মোদক ও অদম্য সুর চ্যাম্পিয়ন ওয়াদুদুর রহমান রাহুলকে শুভেচ্ছা স্মারক তুলে দেয় শিশু প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, আধুনিক, লোকগান, উচ্চাঙ্গসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করে প্রতিষ্ঠানের শিশু প্রশিক্ষণার্থীরা। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com