স্টাফ রিপোর্টার ॥ ছোট ছোট ভুল, সর্বনাশের মূল। বিদ্যালয়ে আসবো, সুন্দর জীবন গড়বো। ফিরে আসি স্কুলে, ফিরে আসি আনন্দে। ফিরে আসি স্কুলে, ফিরে আসি অসাধারণ হয়ে উঠার গল্পে। স্কুল হচ্ছে সেই জায়গা, যেখানে সবকিছুর শুরু। স্কুল হচ্ছে সেই জায়গা, যেখানে স্বপ্ন তৈরী হয়। সুস্থ্য সবল, প্রতিবন্ধী, সকলের সমান অধিকার। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়। স্কুলে যাব বাল্য বিবাহ রুখবো। কন্যা সন্তান বোঝা নয়, সে আমাদের অহংকার। এই শ্লোগান নিয়ে বানিয়াচং উপজেলার ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয় এবং হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হয়েছে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন। গণসাক্ষরতা অভিযান ও এসেড হবিগঞ্জ এর আয়োজনে এবং মালালা ফাউন্ডেশনের সহায়তায় গত ২৮ জানুয়ারি ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ভলান্টিয়ার ও এসেড এর কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী স্কুল থেকে বের হয়ে নন্দপাড়া ও ইকরাম বাজার প্রদক্ষিণ করে। পরে শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান হাবীব, এসেড এর প্রোগ্রাম অফিসার মো: আব্দুল মজিদ বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৩০ জানুয়ারি হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যাক টু স্কুল ক্যাম্পেইনে স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ও মত বিনিময়ের পর শিক্ষক, ছাত্র-ছাত্রী, ভলান্টিয়ার ও এসেডের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবী খাতুন চৌধুরী, সহকারি শিক্ষক আজিজুল হাকিম, এসেড এর প্রোগ্রাম অফিসার মো: আব্দুল মজিদ বিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।