স্টাফ রিপোর্টার ॥ টানা চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় মোঃ আবু জাহিরকে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া হবে বিশাল এক সংবর্ধনা। আজ রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত এমপি এবং হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করবেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com