টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় এমপি আবু জাহিরকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ ‘আলোর ¯্রােতে পাল তুলেছে হাজার প্রজাপতি’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ উপজেলার দেশ নাট্যগোষ্ঠী আয়োজিত দিনব্যাপী গণজাগরণের নাটক ও সাংস্কৃতিক উৎসব জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় পৌর শহিদ মিনারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়। এছাড়াও হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ সংসদীয় আসন থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ আবু জাহিরকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহ-সভাপতি অনিরুদ্ধ ধর শান্তনু। শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের সাথে সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য একটি অডিটরিয়াম নির্মাণ করা হবে। এছাড়া দেশ নাট্যগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ড আরো বেগবান করার জন্য অনুদান ঘোষণা করেন তিনি।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তুফার সভাপতিত্বে ও সদস্য সচিব কিতাব আলী শাহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মুক্তা আক্তার, অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারি অধ্যাপক নাসরিন হক।
বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সেক্রেটারী তোফাজ্জাল সোহেল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দপ্তর সম্পাদক খুরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (সিলেট) জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই প্রমূখ।
কামরুল হাসান ও মিজানুর রহমান সুমনের উপস্থাপনায় মঞ্চে নাটক প্রদর্শন করে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, খোয়াই থিয়েটার, শায়েস্তাগঞ্জ থিয়েটার, নবীন থিয়েটার। নাটক প্রদর্শনের জন্য দেশ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে দেশ কালচারাল একাডেমি। থামাইলে অংশ নেয় দেশ নাট্য গোষ্ঠীর গণসঙ্গীত গ্রুপ।