গাড়িসহ চালক আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় রূপ বাহার (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি লুকড়া গ্রামের মৃত আইয়ূব আলীর স্ত্রী। গতকাল ওই সময় তিনি রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দুপুরে তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন পিকআপসহ চালককে আটক করলে মৃত্যুর খবর শুনার সাথে সাথে চালক কৌশলে পালিয়ে যায়। তবে পিকআপটি আটক রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com