স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রসঙ্গত, আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন চৌধুরীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com