চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে চেক ডিজঅনার মামলায় এক বছরের সশ্রম কারাদ- ও ১৩ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক তালুকদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত ফারুক তালুকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট থানার এএসআই আকবর আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ফারুক তালুকদারকে গ্রেফতার করে। ফারুক তালুকদার চুনারুঘাট উপজেলার সতং এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ফারুক তালুকদারকে এক বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন বিজ্ঞ আদালত। পরে সে পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে আত্মগোপন করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com