স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা থেকে মুহিবুর রহমান নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে ২ বছরের সাজা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন সে পালিয়ে আত্মগোপনে ছিলো। সে বহুলা গ্রামের রফিক মিয়ার পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com