জাতীয় শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদার সঞ্চালনায় হবিগঞ্জ টাউন হলের সামনে নতুন শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী আযাদ, আলহাজ্ব আব্দুল মুসাব্বির রনু, মুফতি ইকবাল হুসাইন, আলহাজ্ব আসাদুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল বলেন একটি জাতি তার স্বকীয়তা ধরে রাখতে প্রধান উপাদান হলো শিক্ষা। ওই শিক্ষাকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে নতুন শিক্ষা কারিকুলাম তৈরির মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ব্রেইন ওয়াশ করে আগামী প্রজন্মকে ধ্বংস করার পায়তারা করছে। তাই আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহাল করার দাবি জানান। বিজ্ঞপ্তি