চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনে মাকে সঙ্গে নিয়ে সবার আগে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সকাল ৮টায় তার নিজ কেন্দ্র চুনারুঘাটের হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি প্রথম ভোট দেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরে তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ঈগল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com