নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের সিলেট ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া ও পুরানগাঁও গ্রামের দুইপক্ষের লোকজনের মাঝে পানি সেচের টাকা নিয়ে বাগবিতন্ডা হয়। এর জের ধরে দুই গ্রামবাসী দেশীয় শস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুই গ্রামবাসী পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় ইমামবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১০ টায় নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com