স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের সুতাং থেকে ২৪ বোতল বিদেশী মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার বিকালে সহকারী পরিচালক সাজেদুল হাসানের নির্দেশে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার গাজীপুর টেকেরঘাট গ্রামের আকল মিয়ার পুত্র হেলাল (৩৮) ও তার স্ত্রী শিরীন প্রকাশ সেলিনা (৩০)। তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন কাজী হাবিবুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com