স্টাফ রিপোর্টার ॥ ভোটের আগের রাতে জেলা নির্বাচন অফিসসহ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকেই একের পর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। ধারণা করা হচ্ছে বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। ককটেলের বিস্ফোরণে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন সড়ক ছেড়ে বাসা-বাড়িতে নিরাপদ আশ্রয়ে চলে যান। রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিক ছাড়া কাউকেই তেমন একটা দেখা যায়নি জরুরি প্রয়োজন ছাড়া।
সূত্র জানায়, গতকাল রাত ৮টায় নির্বাচন অফিস প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ হয়। এরপর শায়েস্তানগর তেমুনিয়া, গাউছিয়া, ট্রাফিক পয়েন্ট, চিরাখানা সড়ক, সবুজবাগ, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। দুর্বৃত্তরা গাউছিয়া ভোট কেন্দ্র ও স্টাফ কোয়ার্টার কেন্দ্রের রাস্তায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পাশাপাশি পুলিশ-বিজিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে এ রিপোর্ট লেখাকালে শহরের বিভিন্ন পয়েন্টে নাশকতা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। তবে পুলিশের ধারণা আতংক ছড়াতেই এসব ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করেই বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা ২টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।