ডামি নির্বাচন বর্জন ও অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে গতকাল শনিবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকেটিং, মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, রিচি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মুকিম চৌধুরী, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মোঃ টেনু মিয়া, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, পুকড়া ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী লুৎফুর রহমান,তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, জেলা শ্রমিকদল নেতা কাজল মেম্বার, আক্তার মিয়া, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক চৌধুরী, জেলা যুবদল নেতা জিয়াউল হক আলমগীর, সোহেল আহমেদ, উজ্বল আহমেদ, এনাম খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জয়নাল আবেদীন, গোপায়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, পৌর বিএনপি’র ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, যুবদল নেতা লিটন চৌধুরী, মোঃ কামরুজ্জামান, আজিজুর রহমান আজিজ, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, মকসুদ আহমেদ, সোহান চৌধুরী, সালাউদ্দিন ফয়সল, কাজী জুলহাস, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা বাকী বিল্লাহ্, সাইফুল ইসলাম সিহান, মাসুক মিয়া, শের আলী, জীবন মিয়া, সিজিল মিয়া, সাহেব আলী, শাহিন মিয়া, রাইসুর রহমান মধু, মোহাম্মদ মুসাইদ আহমেদ, শরিফুল ইসলাম মঞ্জিল, ফেরদৌস আহমেদ ফিরোজ, সুমন মিয়া, আলী হোসেন, জানে আলম, ইব্রাহীম, শামীম ইসলাম, মোসাইদ আহমেদ, আলী হোসেন, শুকুর আলী, রুকন আহমেদ, আকাশ মিয়া, রোমান আহমেদ, অন্তর মিয়া, আলফাজ, আব্দুর রহিম, হবিব মিয়া, সাহাব উদ্দিন, শারফিন, অলিউর রহমান অভি, শিপন প্রমূখ।
জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক সেলিম বলেন, আগামী ৭ জানুয়ারী শেখ হাসিনা তার ব্যক্তিগত একদলীয় যে ডামি নির্বাচনের আয়োজন করেছে তা ইতিমধ্যে দেশী ও আন্তর্জাতিক মহলে অগ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সকল মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জনের মাধ্যমে অবৈধ সরকারকে দাঁতভাঙা জবাব দেবে, ইনশাআল্লাহ্। প্রেস বিজ্ঞপ্তি