স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুনাক সভানেত্রী ডাঃ জান্নাতুল নাঈমা হকের দায়িত্বগ্রহণ উপলক্ষে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ৩ জানুয়ারি পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ হবিগঞ্জ পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী ডাঃ জান্নাতুল নাঈমা হককে ফুল দিয়ে বরণ করে নেন।
বরণ অনুষ্ঠান শেষে হবিগঞ্জ পুনাক সভানেত্রী উপস্থিত পুনাকের সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং হবিগঞ্জ পুনাকের কার্যক্রম আরো সুদৃঢ় করতে পুনাকের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, হবিগঞ্জ পুনাকের প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা একটি পরিবার। পরিবারের প্রত্যেকটি সদস্য এর সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়ে সামনে কাজ করার অঙ্গীকারবদ্ধ থাকব। এছাড়া অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com