স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ও সদর থানার ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ ও বিজিবির যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থানা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহড়া দেয়া হয় এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকা- প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পুলিশ ও যৌথ বাহিনী সার্বক্ষনিক সতর্ক রয়েছে বলে জানান ওসি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com