ছোট বহুলা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মামুনুর রশিদ
এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা পশ্চিম জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোঃ মামুনুর রশিদ বলেছেন- ইংরেজী নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে শুভেচ্ছা জানানো, আতশবাজি পুড়ানো, গান বাজনা করা সম্পূর্ণ হারাম। থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ব্যানার টানিয়ে, বিজ্ঞাপন দিয়ে, ফেসবুকে এমবি খরচ করে গান বাজনার মাধ্যমে এক টাকাও যদি কেউ খরচ করে, তাহলে সেই টাকা দোজখের কারণ হবে। তিনি বলেন- বিয়ে শাদি একটি পবিত্র বিষয়, অথচ বিয়ে শাদি উপলক্ষে ডেকসেট বাজানো হয়, মহিলারা গীত গায়, বেলাল্লাপনা করে। সকলে মিলে এসব অনৈসলামিক কালচার দূর করতে হবে। মুরুব্বীদের উচিত এসব অপকর্মে সায় না দিয়ে প্রতিবাদ করা। মাওলানা মামুনুর রশিদ বলেন- আমাদের সবার উচিত আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা। ধৈর্য্যরে মাধ্যমে বিপদ আপদের মোকাবেলা করা। অসুখ বিসুখ হলেই আমরা ডাক্তার কবিরাজের কাছে দৌঁড়াই, অথচ আমাদের প্রথম কাজ হল এসব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ পাক আমাদেরকে দুটি কারণে অসুস্থতা দেন। একটি হল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, অপরটি হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। একজন ভাল কাজ করেই চলেছে, তাকে যদি আল্লাহ অসুস্থতা দেন, তাহলে ধরে নিতে হবে আল্লাহ তাকে পরীক্ষা করছেন, একজন খারাপ কাজ করতেই লাগল, তাকে যদি আল্লাহ অসুস্থতা দেন, তাহলে ধরে নিতে হবে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন। দুই অবস্থায়ই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। যদি কেউ বিপদ আপদ বা অসুস্থতার সময় ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক তাকে সুস্থতার নেয়ামত প্রদান করবেন। কোনো খারাপ পরিস্থিতির জন্য কোনো ব্যক্তিকে দায়ী করা যাবে না। সর্বাবস্থায় বলতে হবে- ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এটি এমনই একটি দোয়া যাতে আল্লাহ পাক অধিক খুশি হন।