স্টাফ রিপোর্ট ॥ বানিয়াচং থানায় পুলিশ হেফাজতে আসামির রহস্যজনক মৃত্যুর বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। রহস্য উদঘাটনে গতকাল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের কর্মকর্তাগণ। শুক্রবার বিকেলে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কামরুল হোসেন প্রমূখ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীকে বিচারের আওতায় আনা হবে বলে নিহতের পরিবারকে আস্বস্ত করা হয়। এছাড়াও রব্বানীকে আটক করার সময় আশপাশের প্রত্যক্ষদর্শীদের দেয়া বক্তব্য রেকর্ড করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com