স্টাফ রিপোর্টার ॥ কানাডা সরকার ভিসা আবেদন জমা দিতে ভুলত্রুটি এড়াতে সহজ সমাধান দিয়েছে। অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের অভূতপূর্ব চাহিদার কারণে এ বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে বাংলাদেশে অবস্থিত কানাডা অ্যাম্বাসি। ওই পোস্টে তারা একটি লিঙ্ক সংযুক্ত করেছে। যে লিঙ্কে ভিসা আবেদনের জন্য একটি ভিডিও টিউটোরিয়ালসহ বিস্তারিত তুলে ধরেছে।
ফেসবুকের ওই পোস্টে কানাডা অ্যাম্বাসি লিখেছে, ‘আপনি কি অভিবাসন আবেদন জমা দিচ্ছেন? কানাডায় আসার জন্য আপনার আবেদন প্রক্রিয়াকরণে বিলম্বের কারণ হতে পারে, এমন সাধারণ ত্রুটিগুলি এড়াতে শিখুন।’ এরপর একটি লিঙ্ক (https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/video/save-time-send-complete-application.html?fbclid=IwAR1E6JgLVgil_-cKVZKXqwNS1592a1PB9Eq2YDNjyfY5ID22BTF6Cadz2XU) সংযুক্ত করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com