স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজের নেতৃত্বে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, জেলা পরিষদের সদস্য মোঃ নুরুল আমিন উসমান ও ফরিদুর রহমান উপস্থিত ছিলেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসাধারণের সেবা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com