প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন এলাকাবাসী
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দ্রছড়িতে সৈয়দ শাহ ডুমন আউলিয়া (র.) এর ২দিন ব্যাপী ওরস শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে আয়োজকরা মাজার প্রাঙ্গণে বাউল গানের আসর বসিয়েছে। আর এসব আসরে গত রাত থেকেই বিভিন্ন স্থান থেকে শিল্পীরা এসে রাতভর বাউল গান পরিবেশন করেন। সেই সাথে নেচে গেয়ে দর্শকের মনোরঞ্জন করছেন। পাশাপাশি মাজারের পাশে জমিতে জুয়ার আসরও চলে। ১০টির বেশি বাউল গানের কাফেলা বসেছে। যারা বাউল গান পরিবেশন করছেন তারা হলেন, লিমা, রিফা, তাকিয়া, তামান্না, পাপিয়া, মোনালিসা, ঝুমুর ও সোমা আক্তার প্রমুখ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী। যদি বাউল গান ও জুয়ার আসর চলতে থাকে তাহলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি আবুল খায়ের জানান, খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। বাহুবল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, বাউল গানের অনুমতি দেয়া হয়নি। যদি কেউ এমন করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com