স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট থেকে ঢাকা বা চট্টগ্রামের কোন ট্রেন চলাচল ব্যাহত হয়নি। রোববার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মনতলা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার গৌর প্রসাদ দাশ।
গৌর প্রসাদ বলেন, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে মনতলা স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ১ নম্বর লাইনটি বন্ধ ছিল। বিকল্প লাইনে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনে ট্রেন চলাচল করে। বিকাল ৩টার দিকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে নিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com