স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরাতন থানার পাশে সড়ক ও জনপথের উচ্ছেদকৃত জায়গা আবারও দখলের মহোৎসব চলছে। অভিযোগ আছে, শায়েস্তাগঞ্জে সড়ক ও জনপথের উপ-সহকারি প্রকৌশলীকে ম্যানেজ করে ছালেক মিয়াসহ কতিপয় প্রভাবশালীরা ক্ষমতার জোরে জায়গা দখল করে অবৈধ দোকান ঘর নির্মাণ করে দোকানে বিদ্যুতের মেইন খুটি থেকে অবৈধ বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে। যার ফলে সরকার প্রতি মাসে হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে।
জানা যায়, পুরাতন থানার পাশে সড়ক ও জনপথের খালি জায়গা পতিত পড়ে থাকলে কিছু প্রভাবশালী জায়গা দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করছে। আর এসব দোকান ভাড়া দেয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা জামানত হিসেবে নিয়েছে। পূর্বে ওই জায়গায় কাঁচামালের আড়ত ও গরু ছাগলের হাট ছিলো। কয়েকবছর আগে সড়ক ও জনপথ এবং প্রশাসন অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই জায়গা পরিত্যক্ত থাকায় প্রভাবশালীরা জায়গা দখল করেছে। ওই দোকানগুলোর লিজ কিংবা বৈধ কাগজপত্র নেই। তবুও নেতা হওয়ায় শক্তির জোরে দখল করে আছেন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com