স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জের ৩২তম অভিষেক শনিবার সন্ধ্যায় শহরের স্কাই কিং রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অভিষেক কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট রোটারিয়ান এএইচএম ফয়সল আহমেদ, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান রেজাউল মুহিত খান। ২০২২-২৩ অর্থ বছরের প্রতিবেদন পেশ করেন বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান মোঃ শাহীন। নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল আউয়াল তালুকদারে নিকট প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন পাস্ট প্রেসিডেন্ট রেজাউল মোহিত খান। বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট পূণ্যব্রত চৌধুরী বিভূ, চার্টার প্রেসিডেন্ট পিপি শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট মহসিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার কমিটির সদস্য তবারক আলী লস্কর, ইন্টারেক্ট ক্লাব প্রেসিডেন্ট বিশাল তালুকদার, রোটার্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট আবুল বাশার তুষার প্রমূখ। অনুষ্ঠানে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন সেক্রেটারী সৈয়দ মহিদুল হাসানসহ অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com