ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর উদ্যোগে গত ২১ ডিসেম্বর বিকালে সোনালী ব্যাংক প্রাঙ্গণে প্রতিবন্ধী, ছিন্নমূল ও নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ ইয়াছিন। এসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম মোঃ আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল, এসোসিয়েশনের নেতা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম চৌধুরী সেতু ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা তোফায়েল খান প্রমুখ।
প্রসঙ্গত, ব্যাংকার্স এসোসিয়েশন প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com