স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পুরাতন থানার পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এসব অবৈধ দোকানে বিদ্যুতের মেইন খুঁটি থেকে অবৈধ বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে। ফলে সরকার প্রতিমাসে হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন থানার পাশে সড়ক ও জনপথের খালি জায়গা পতিত পড়ে থাকলে স্থানীয় কিছু প্রভাবশালী ওই জায়গা দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করছে। আর এসব দোকান ভাড়া দেয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা জামানত হিসেবে নেয়া হয়েছে। পূর্বে ওই জায়গায় কাঁচামালের আড়ত ও গরু ছাগলের হাট ছিলো। কয়েক বছর আগে সড়ক ও জনপথ এবং প্রশাসন অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করে দেয়। এর কিছুদিন যেতে না যেতেই জায়গা পরিত্যক্ত থাকায় প্রভাবশালীরা ওই জায়গা দখল করে নিয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com