স্টাফ রিপোর্টার ॥ শীত বাড়ার সাথে সাথে শিশু ও বয়স্ক রোগীদের মাঝে রোগ বালাই দেখা দিয়েছে। আর এসব রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে গত কয়েকদিনে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। অনেকে বিছানা না পেয়ে বারান্দায় আশ্রয় নিয়েছেন। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বারান্দাতেও তিল ধারণের ঠাই নেই। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত কারণে শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই আক্রান্ত রোগীরা হবিগঞ্জ সদর হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। গতকাল রাতে সরেজমিনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়, বিছানা ও ওয়ার্ড রোগীতে পরিপূর্ণ। সিট না পেয়ে বারান্দাতে অনেক রোগী আশ্রয় নিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com