স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সটকে পড়ে বিএনপির নেতাকর্মীরা। এসময় একটি গাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর শায়েস্তানগরস্থ বিএনপির অফিস সংলগ্ন এলাকায় মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে শায়েস্তানগরে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com