স্টাফ রিপোর্টার ॥ সংবাদ সংগ্রহ করতে গিয়ে চোখে গুলিবিদ্ধ মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক দেবী চন্দ। বুধবার দুপুরে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর হাতে আর্থিক অনুদান তুলে দেন। এর আগে নিরঞ্জন গোস্বামী শুভ চোখে গুলিবিদ্ধ হলে তিনি তার খোঁজ-খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।
প্রসঙ্গত, ১০ ডিসেম্বর দুপুরে জেলা বিএনপির মানবন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে মাইটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় নিরঞ্জন গোস্বামী শুভ চোখে গুলিবিদ্ধ হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com