নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, আগের নৌকাকে বিজয়ী করতে হবে। এখানে দলের বিরুদ্ধে গিয়ে কাজ করার কোন সুযোগ নেই। যারা নৌকা ডুবায় তারা কখনও আওয়ামী লীগের খাঁটি সৈনিক হতে পারে না। দলের মধ্যে যে সব শয়তান ডুকেছে তাদের তাড়ানো জরুরি। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী তারা আবার আওয়ামী লীগ দাবি করতে পারে না। যারা বিদ্রোহী প্রার্থী তাদের উপর শেখ হাসিনা অভিমান করেছেন, এজন্য এদেরকে কোন নির্দেশনা দেননি। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসবেন। সেই দিন নৌকার মাঝি যারা তারা মঞ্চে উঠবেন, কোন বিদ্রোহী উঠবেন না। তাহলে তারা আওয়ামী লীগ দাবিদার হবেন কি করে।
তিনি বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা সদরের শেরপুর রোডস্থ রাজা কমপ্লেক্সে ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, সাইফুল জাহান চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। তাছাড়া দলের বিদ্রোহী প্রার্থীর সাথে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।