স্টাফ রিপোর্টার ॥ পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলায় আরও ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর মডেল থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ শহরের মাহমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, আবুল বাশার জুম্মন মেম্বার, যুবদল কর্মী জমির আলীসহ ৪ জনকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২ জন এজাহারভুক্ত। অন্য দুইজন সন্দেহজনক। সিসি টিভির ফুটেজ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত, ১০ ডিসেম্বর শহরের শায়েস্তানগরে মানববন্ধন চলাকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিক-পুলিশসহ ৫০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com