হবিগঞ্জ চারু ও কারুকলার অধ্যক্ষ এবং সাংস্কৃতিক পরিষদের চারুকলা বিভাগের অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ স্মরণে উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের আরডি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন মরহুম আলাউদ্দিন আহমেদ এর বড় ভাই রোটারিয়ান আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, চিত্রাংকন পরিচালক মোজাম্মেল হক বাবুল, জেসমিন আরা খানম, চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে সালাম, প্রশিক্ষক করম উদ্দিন এমরান, যিশু রায় প্রমূখ। উপস্থিত ছিলেন গৌতম মহারতœœ, পিন্টু দেব, বেলাল আহমেদ ও অভিভাবক মন্ডলী। অনুষ্ঠানে বক্তারা আলাউদ্দিন আহমেদের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
চিত্রাংকন প্রতিযোগিতার উপস্থাপনায় ছিলেন জামাল উদ্দিন শিপন। শেষে ক্ষুদে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় ১৭০ জন শিশু-কিশোর অংশ নেয়। বিজ্ঞপ্তি