স্টাফ রিপোর্টার ॥ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় বানিয়াচংয়ের দুইজনসহ আটক ৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী। গতকাল শনিবার বিকেলে আটক ৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন, বানিয়াচং উপজেলার সিকন্দরপুরের আক্তারুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মিসফাহ মিয়া, হাবিবুর রহমান ও শানু মিয়া।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের ২৮০টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com