ইউরোপজুড়ে জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রীতি সম্মিলন এবং বিশেষ সাধারণ সভা করছে পোল্যান্ড আওয়ামী লীগ। গত ২৪ নভেম্বর শুক্রবার রাজধানী ওয়ারশর একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা ডাঃ খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মজিবুর রহমান।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন হবিগঞ্জের কৃতি সন্তান ও জেলা শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকু, মোহাম্মদ মনিরুজ্জামান, এরশাদুর রহমান ও মাসুদুর রহমান তুহিন। বক্তব্য রাখেন শরীফ আহমেদ, এহতেশামুল হক সেতু, তানিয়া আফরিন, হাফিজুল ইসলাম মুরাদ, পলিন, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হুসেন অপু, সজীব চন্দ্র দাশ, জহির আহমেদ, মাসুদুর রহমান দোলন, শান্তনু দেবনাথ, নয়ন আহমেদ, এনামুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি জাতীয় সকল শহীদ ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম নজরুল ইসলাম বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল মুজিব সৈনিকদের একযোগে কাজ করতে হবে। প্রবাসে এখন বাংলাদেশ পরিচয় দিলে, বিদেশিরা প্রশংসা করে, একজন বাংলাদেশী হিসেবে তখন নিজেকে গর্বিত মনে হয়। বাংলদেশে এখন কোন তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়নের রোল মডেল। বঙ্গ কন্যা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাঁর অগ্রযাত্রা কোনো অপশক্তির দ্বারা ভুলন্ঠিত না হয়, সেদিকে সকল প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বিশেষ সাধারণ সভায় ব্যাপক আলোচনার ভিক্তিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা দেন। এতে সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার সাকু (শাহরিয়ার সাকু), সহ সভাপতি খলিলুল কাইউম, সহ সভাপতি শেখ এরশাদুর রহমান, যুগ্ম সম্পাদক তানিয়া আফরিন, যুগ্ম সম্পাদক এহতেশামুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ ও শাহ মুর্শিদি কামাল। প্রেস বিজ্ঞপ্তি