লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ সৌদি আরবের রিয়াদে রাস্তা পারাপারের সময় মাধবপুরের রেমিটেন্স যোদ্ধা খন্দকার মারুফ (৩০) নিহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দ্রাদিল গ্রামের খন্দকার মোস্তফা আলীর ছেলে। নিহতের ভাই পল্লী চিকিৎসক খন্দকার রিকন জানান, ৪ ভাই সহ সৌদি আরবের রিয়াদে থাকতেন মারুফ। শনিবার সৌদি ওই সময় মারুফ কাজ শেষে বাসায় ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৌদি প্রবাসী তার অপর ভাই আবুল বাশার রাতেই এ মৃত্যুর খবর নিশ্চিত করেন বাড়িতে। রেমিটেন্স যোদ্ধা মারুফের অকাল মৃত্যুতে তার পরিবার সহ গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রায় ৭ বছর পূর্বে তিনি পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরাতে সৌদি আরব যান। তারপর পরিবার পরিজন নিয়ে ভালোই কাটছিল তার সংসার। মারুফের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের মৃত্যুর খবরে বৃদ্ধ মা এখন পাগলপ্রায়। নিহত মারুফের মৃতদেহ রিয়াদের একটি হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে চায় পরিবার। এজন্য সরকারের সহযোগিতা চায় পরিবারটি।