স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হবিগঞ্জের সহধর্মিণী মিসেস মুস্তারি খন্দকার পুনাক হবিগঞ্জের সদস্য হিসেবে যোগদান করায় তাকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুনাকের অন্যান্য সদস্যরা বরণ করে নেন। গতকাল সোমবার বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) হবিগঞ্জের সভানেত্রী পুলিশ সুপারের সহধর্মিণী মিসেস তাহেরা রহমান। অনুষ্ঠানের শুরুতেই পুনাক সভানেত্রী মিসেস মুস্তারি খন্দকারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পুনাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পুনাক সভানেত্রী আলোচনা শেষে মিসেস মুস্তারি খন্দকার এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com