নিজস্ব প্রতিনিধি ॥ যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর পরিষদের প্রথম কার্যদিবসে অংশগ্রহণ করলেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। তিনি গতকাল নবীগঞ্জ পৌরসভা অফিসে এলে পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগের দিন তিনি সস্ত্রীক বাংলাদেশে এসে পৌঁছেন। গতকাল পৌরসভার সভাকক্ষে পরিষদের মাসিক সভায় তিনি সভাপতিত্ব করেন। পৌর নির্বাহী কর্মকর্তা নূর মুহাম্মদ আজম শরীফের সঞ্চলনায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আঃ ছোবান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো কবির মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে মেয়র ছাবির আহমদ চৌধুরী ‘যুক্তরাজ্য অবস্থানকালীন সময়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যে সকল শুভাকাক্সক্ষীরা তাঁকে ও তাঁর পরিবারকে ভালবাসায় সিক্ত করেছেন এবং শত ব্যস্ততার মধ্যেও তাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, সংবর্ধনা প্রদান করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। দেশে আসার সময় অনেকের সাথে সাক্ষাৎ করতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার অনুপস্থিতিতে প্রিয় নবীগঞ্জ পৌরবাসীর সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ এছাড়াও তিনি ইংল্যান্ড সফরের কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোকপাত করেন। নবীগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।