কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০ নভেম্বর বিকেল ৪টায় খোয়াই ব্রীজ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও শহরের প্রধান সড়কে কালো পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের আরডি হলের সামনে এসে পথসভা চলাকালে পুলিশ বাঁধা দেয়। বিক্ষোভ সমাবেশ ও পথসভায় বক্তব্য রাখেন বামজোট নেতা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, বাসদ নেতা কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, শাখা সম্পাদক বিষ্ণু সরকার, রনজন কুমার রায়, মাসুদ পারভেজ, কাজল চক্রবর্তী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি আলিফ রায়হান, শ্রমিক নেতা সামছুর রহমান প্রমূখ।
সভাশেষে কালো পতাকা মিছিল চৌধুরী বাজার এবং বাণিজ্যিক এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com