নুর উদ্দিন সুমন ॥ শ্রমিকদের উপর নির্ভরশীলতা কমিয়ে কৃষকের উৎপাদন খরচ এবং সময় কমিয়ে অধিক লাভবান করার উদ্দেশ্যে চুনারুঘাট উপজেলায় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কৃষক ওয়াহিদ মিয়া হাতে কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়। আদি কোম্পানির কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয়মূল্য ৩০ লাখ টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেয়ায় কৃষক এ মেশিনটি ৫০ শতাংশ মূল্য নির্ধারণ করে ১৫ লাখ টাকায় ক্রয় করতে পারছেন। ২০২২-২৩ অর্থবছরের প্রথম ধাপে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে চুনারুঘাট উপজেলায় ৫টি কম্বাইন হারভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার মো: মাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সজীব হোসেন প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com