এসএম সুরুজ আলী ॥ উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি ঐক্যজোট, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ৪টি আসনেই আওয়ামীলীগের প্রার্থীদের পাশাপাশি মনোনয়ন বঞ্চিত নেতারা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপিবিহীন এই ভোটের মাঠে নির্বাচনী আমেজ না থাকলেও আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। গতকাল দলীয় মনোনয়নপত্র দাখিল করে প্রার্থীরা মতবিনিময় ও কর্মীসভা করে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ জানান, জেলার ৪টি আসন থেকে বিভিন্ন দলের ৪০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোন প্রার্থী আচারণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জাতীয় পার্টির এমএ মুনিম চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, গাজী মোহাম্মদ শাহেদ, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক শ্রমিক জনতালীগের অ্যাডভোকেট মোঃ নূরুল হক, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নি ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ মনিরুল ইসলাম।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, স্বতন্ত্র হিসেবে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জাতীয় পার্টির শংকর পাল, কৃষক শ্রমিক জনতালীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খায়রুল আলম, বিএনএম এস এ এম সোহাগ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আব্দুল হামিদ, তৃণমূল বিএনপি’র মোঃ ছাদিকুর মিয়া তালুকদার, বাংলাদেশ কংগ্রেস এর মোঃ জিয়াউর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাক আহমেদ।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, বিএনএম মোঃ বদরুল আলম সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আদম আলী, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন আহমেদ, জাকের পার্টির মোঃ আনছারুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোঃ আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ কংগ্রেস এর নোমান হাছান, বাংলাদেশ জাতীয় কংগ্রেসের মোছাঃ সায়েমা বেগম ও মুক্তিজোট (জেডিপি) মোঃ শাহীনুর রহমান।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী শাহীন, বাংলাদেশ কংগ্রেসের মোঃ আল-আমিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু ছালেহ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মোঃ মোখলেছুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক জামাল হোসেন লিটন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ আব্দুল মমিন ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মোঃ রাশেদুর ইসলাম খোকন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com