মোঃ মামুন চৌধুরী ॥ দ্বাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪০ প্রার্থী। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে ৮ জন, হবিগঞ্জ-২ আসনে ১১ জন, হবিগঞ্জ-৩ আসনে ১১ জন ও হবিগঞ্জ-৪ আসনে ১০ জন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ-১ আসনে সাবেক নারী এমপিসহ ২ জন, হবিগঞ্জ-২ আসনে বর্তমান এমপিসহ ২ জন, হবিগঞ্জ-৩ আসনে ১ জন ও হবিগঞ্জ-৪ আসনে ২ জন মোট ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হবিগঞ্জে নারী প্রার্থী ৩ জনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও ইয়াসমিন আক্তার মুন্নি এবং হবিগঞ্জ-৩ আসনে মোছাঃ সায়েমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com