নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়পত্র দাখিল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে নবীগঞ্জ শহরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল উপলক্ষ্যে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন। এসময় উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাজিমউদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে আসলে অপর গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল বলেন- বুধবার রাতে শহরের গোল্ডেন প্লাজায় নাজিমের লোকজন ছাত্রলীগ কর্মী মান্না-সাজুর উপর হামলা করে। এর জের ধরে বৃহস্পতিবার নাজিমের লোকজন নতুন বাজার এলাকায় আসলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় রিমন নামে আমাদের এক ছাত্রলীগ কর্মী আহত হয়।
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী বলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর সমর্থনে নতুন বাজার এলাকায় সভা ছিল। এতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় উপজেলা ছাত্রলীগ নেতা আজগর ও ইমনের উপর রুবেল-প্রমি-জয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন- পূর্ববিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com