স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর শহরে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সৈয়দ দিলশাদ বেগমের ভুল চিকিৎসায় বেলি পাল নামে এক প্রসূতি নারীর নবজাতক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মায়ের অবস্থা আশংকাজনক। এ নিয়ে ওই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে রোগীনির স্বজনদের বাকবিত-ার ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, ১৮ নভেম্বর রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ওই নবজাতক মারা যায়। এর আগে গত ১৭ নভেম্বর মাধবপুর পূর্ব বাজারের বিশ^জিৎ পালের স্ত্রী বেলি পাল প্রসব ব্যথা নিয়ে দালালদের মাধ্যমে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। সেখানকার ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর তার সিজার করেন। এক পর্যায়ে নবজাতক ও মায়ের অবস্থা আশংকাজনক হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হয় বেলি পালের। পরে এক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের নিকট নিয়ে গেলে তিনি জানান, সময়ের ২০ দিন আগে নবজাতকের সিজার হয়েছে। যে কারণে এ সমস্যা হয়েছে। অবস্থা বেগতিক দেখে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক দিলশাদ বেগম তাদেরকে ঢাকা রেফার করেন। কিন্তু পাশেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার নবজাতককে মৃত ঘোষণা করেন। সেখানকার ডাক্তারও মতামত পোষণ করেন ২০ দিন আগেই সিজার হওয়ায় মা ও নবজাতক ঝুঁকিপূর্ণ ছিলো। এদিকে বেলি পালের অবস্থাও আশংকাজনক।
এ ঘটনায় বিশ^জিৎ পাল আইনের আশ্রয় নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।