মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং করছেন
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় মনোনয়নের জন্য জোর লবিং শুরু করেছেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন। পাশাপাশি নিজ এলাকার নেতাকর্মীদের সাথেও যোগাযোগ রাখছেন। গত দু’দিনে ৪টি আসন থেকে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিগত নির্বাচনেও এসব নেতাকর্মী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করে প্রচার-প্রচারণা ও নির্বাচনীয় এলাকার জনগণের দোয়া ও আশীর্বাদ চাইছেন প্রার্থীরা। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমন্বয়ক টিমের সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম জুয়েল জানান, গত দুই দিনে হবিগঞ্জ জেলার ৪টি আসন থেকে আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোয়ন ফরম সংগ্রহের আরো ২ দিন সময় রয়েছে। ওই দুই দিন সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
হবিগঞ্জের ৪টি আসন থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুন কিবরিয়া চৌধুরী কেয়া, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য ইছমত আহমদ চৌধুরীর কন্যা ডাঃ নাজরা চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুকিত চৌধুরী ও সহকারি অ্যাটর্নি জেনারেল সহকারি শেখ মোহাম্মদ মাজু মিয়া; হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, সাদিকুর রহমান পরাগ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, ব্যারিস্টার এনামুল হক ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া; হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম; হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদের পুত্র নিজামুল হক মোস্তফা শহীদ রানা।