স্টাফ রিপোর্টার ॥ হরতালের সমর্থনে ধুলিয়াখাল-মিরপুর সড়কে নোয়াবাদ এলাকায় টায়ারে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে মাহবুবুর রহমান শাহিন নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৮টায় ওই এলাকায় টায়ারে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করে ছাত্রদল নেতাকর্মীরা। খবর পেয়ে রাত ৯টায় পুলিশ অভিযান চালিয়ে লস্করপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান শাহিনকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার এসআই রুবেল আহমেদ।
জানা যায়, হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় সাড়ে ৭টায় মিরপুর-ধুলিয়াখাল সড়কের লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ এলাকায় ট্রায়ারে আগুন ধরিয়ে দেয় ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রুবেল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। পরে রাত ৯টায় স্থানীয় কটিয়াদি বাজার থেকে ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান শাহিনকে আটক করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com