হরতালের সমর্থনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিমের উদ্যোগে মশাল মিছিল
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট এনামুল হক সেলিমের অভিযোগ- শান্তিপূর্ণ মিছিলে হঠাৎই হানা দেয় ডিবি ও সদর থানা পুলিশ। তারা মিছিলে হানা দিয়ে নেতাকর্মীদের লাঠিচার্জ করে। এতে প্রায় ১৫/২০ জন নেতাকর্মী আহত হন। তাছাড়া মিছিল থেকে ৪ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটককৃতরা হলেন- জেলা বিএনপির সাবেক সদস্য দেলুয়ার হোসেন দিলু, গোপায়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন আবদাল, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম, বিএনপি নেতা ফারুক মিয়া। হামলা ও গ্রেফতার করে এই গণ-আন্দোলন বন্ধ করা যাবে না, জনগণের আন্দোলন চলছে-চলবেই। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com